Lirik Dhukkur Pukkur (ধুকুর পুকুর) - Emon Chowdhury

Pada Pertemuan Kali Ini Lirikexcel Akan Memberikan Sebuah Informasi Tentang " Lirik Lagu Dhukkur Pukkur (ধুকুর পুকুর) - Emon Chowdhury " , Semoga Bermanfaat Untuk Kalian Semua.

Dhukkur Pukkur (ধুকুর পুকুর) - Emon Chowdhury

Lirik Lagu Emon Chowdhury - Dhukkur Pukkur (ধুকুর পুকুর)

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।

আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে।

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।

আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে।

সকাল-দুপুর-রাত্রি-ভোরে
শুধু থাকি তারই ঘোরে,
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
শুধু থাকি তারই ঘোরে,
থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন।

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।

ও, তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি..
হো…ও, তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি..
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে,
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে,
সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন।

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।

হা..হা..হা..হা..হা..হা..

ও, তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে,
হো…
তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে,
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে,
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে
সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন।

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।

ধুকুর পুকুর লিরিক্স – ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি – সুড়ঙ্গ
Dhukur pukur dhukur dhukur pukur kore mon
Dhukur pukur dhukur dhukur pukur kore mon
Dhukur pukur dhukur dhukur pukur kore mon
Dhukur pukur dhukur dhukur pukur kore mon

Amar kamon kamon lage
Emon hoi nai to age
Kan je tare bare bare
Dekhar khayesh jage

Dhukur pukur dhukur dhukur pukur kore mon

Amar kamon kamon lage
Emon hoi nai to age
Kan je tare bare bare
Dekhar khayesh jage

Sokal dupur ratri vore
Sudhu thaki tari ghore
Sokal dupur ratri vore
Sudhu thaki tari ghore
Thakuk jure ei ontore sarata jibon

Author support alieses by Budi Mahendra:

Budi Mahendra Tai Asu
  • Azalea Ayuningtyas
  • Budi Yanto
  • Citra Aurelia
  • Clarissa Anindya
  • Indra Khoirul
  • Putri Aurelia
  • Putri Nabilla
  • Shinta Arsinta
  • Vina Aurelia
  • zrcfzdkt

Thank You so much for everything.